👣ছোট্টবেলা👣
   শপথ


ফিরবেনা জানি, তবু- পেতে ইচ্ছে করে,
ফেলে আসা ছোট্টবেলা,  স্মৃতি অনাদরে।
ছিল না উদ্দেশ্য কোন ,  হারানোর ভয়,
মিছে আশা ভালবাসা , জয় পরাজয় ,
সুখ কি বুঝতাম না , দুঃখের মানে ।
হাসি কান্না করতাম,  ছলনার টানে,
অবাধে পাড়া মহল্লা , ঘুরে বেড়াতাম।
বন্ধুদের সাথে আড্ডা খেলা করতাম।


দুষ্টামি বলেনি মন্দ , কোন ভুল হলে,
শাসন করত যেন আদরের ছলে।
অপরাধ তালিকায় সন্দেহ ছিল না,
হিংসা বিদ্বেষ লোভ জীবন অজানা।
বড় হয়ে অমানুষ, বিবেকের জ্বালা,
মনে পড়ে খুব বেশি, সেই ছোট্টবেলা।