চেষ্টা
শপথ


সরিষাকে যদি কেউ   তেল দিতে বলে,
সরিষার সাধ্য কভু   হয় কি কপালে।
ঘানিতে সরিষা দানা   পিষ্ট যাতাকলে,
আপনি তেল বেরোয়   অবশিষ্ট খৈলে।
বৃক্ষ দানা হাতে যদি   পারত গজাতে,
প্রয়োজন কি রোপনে   বপন মাটিতে।
জমি নির্বাচন করে    সেচ নিষ্কাশনে,
ফসল উৎপাদনে    এত কষ্ট কেনে।


কঠিন কেন ভাবছ     মিছে প্রতিবার,
একবার না পারিলে    দেখ শতবার।
হেরে গিয়ে ভেঙ্গে পড়ে   কেন অবকাশ,
যত্নবানে মনে রেখো     প্রতিভা বিকাশ।
বার বার চেষ্টা কর       হয়ে ক্লান্তিহীন,
বিশ্বাস আপন কর্মে     রাখো অন্তহীন।