বন্ধু আমার
শপথ
আনন্দ বেদনা কষ্টে হয় একাকার,
বিপদে আপদে পাশে বন্ধু ভাগীদার।
দুঃখে শান্তণা পেতে ব্যথিত স্বজন,
ছায়াসঙ্গী জীবনের বন্ধু প্রিয়জন।
হাসি খুশি সারাবেলা ভরে তুলে মন,
দায়িত্ব কর্তব্যে থাকে স্বার্থ বিসর্জন।
এক উদরে জন্মেনি তবুও যে ভাই,
বন্ধু আমার প্রকৃত পৃথিবীতে তাই।


জীবনে চলার পথে মানুষের ভিড়ে,
আপন আত্মীয় কত সম্পর্ক যে গড়ে।
দুহাতে টাকা পয়সা বিলিয়ে জগতে,
নামী দামী ধন রত্ন কত কি যে মিলে,
টাকায় যায়না কিনা বন্ধুকে কোথাও,
সে শুধু কপাল গুনে মিলে দুনিয়াতে।