বনলতা
শপথ


বনলতা আসবে কি গৌধূলী বেলায়,
চলন বিলের মাঝে নৌকা করে মোরা,
শাপলা শালুক ফুলে খেলেছে ঊর্মিরা,
দীঘল রেশমী চুলে বাদাম উড়ায়।
অস্তাচলে ঢলে পড়া রক্তিম আভায়,
পূর্ণিমার চাঁদ উঠে বিলের পানিতে,
ঝিনুক নুড়ি কুড়াতে সন্ধ্যায় ডুবিতে,
নব রুপে বসুন্ধরা মন মোহনায়।


দিগন্ত মিলেছে জলে আকাশের নীল
অপরুপ প্রাকৃতিক মনোরম দৃশ্য,
মাছরাঙ্গা চুপচাপ নিরব নিস্তদ্ধ,
শান্ত পাখির কুজন নীড়ে ফেরে চিল।
বনলতা আস তুমি সাঝের প্রদীপ,
তুলশী চন্দণে বিলে গড়িতে ব-দ্বীপ।