বৈশাখে নববর্ষ
   শপথ


নববর্ষ আগমন , পহেলা বৈশাখ,
বটের তলে বাজিছে ঢোল আর ঢাক।
আনন্দে নাচে প্রাণ , জাগে শিহরণ,
একতারা হাতে সুর ,বাউল এ মন।
বর্ষ পন্জিতে নতুন, সন উদ্ভোদন,
অতীতের গ্লানী মুছে, ভুলে পুরাতন।
কৃষক শ্রমিক নেতা, জনতার ব্যথা,
বাঙ্গালী জাতির অঙ্গে, নয়নের পাতা।


বাংলার মাঠে ঘাটে, ঐতিহ্যের মেলা,
পুতুল নাচে জমেছে, নাগরের দোলা।
পান্তা ,ইলিশ, মরিচ ,পিঁয়াজের ঝাল,
কৃষ্ণচুঁড়ার মুকুল, ফুলে ফুলে লাল।
এসো হে বৈশাখ, এসো -করি আলিঙ্গন,
নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।