বিঁষের জ্বালা
শপথ


প্রেমের শেল বিঁধিল কলিজা চৌচির,
কে যেনো বুকে মারল বিষ মাখা তীর
জলন্ত ইটের ভাটা হৃদয় কুটির,
বিষের জ্বালায় জ্বলে হয়েছি অস্থির।
ওঝা বৈধ্য স্বাধ্য হয় শাপে দংশিলে,
প্রেমের ছোবলে মন বিষের উজানে,
অন্তর পুড়ে কেবল বিরহ দহনে,
জীবন সাজানো যেনো চিতার অনলে।


নবীন প্রেম ছোবলে মিঠা মিঠা বিষ,
সাপুড়ের তন্ত্র মন্ত্র শঙ্খমালা বীণ,
বিষাক্ত কামড়ে করে ওঝাকে মলিন,
ক্ষত বিক্ষত পঁচনে হয়না মালিশ।
দংশিলে বুঝা যায় কি যাতনা বিষে,
বিষের জ্বালায় হয় মৃত্যু অবশেষে।