বিদ্রোহী বিপ্লবী
শপথ


অত্যাচারে প্রতিবাদ গর্জনে প্রকাশ,
অন্যায় শৃঙ্খল ভেঙ্গে শোষণ বিনাশ।
হীরকের ন্যায় তীক্ষ্ণ অগ্নিঝরা বুলি,
সাহিত্যে নজরুলের কলমের কালি।
প্রকম্পিত বজ্রধ্বনি বিদ্রোহে বারুদ,
অগ্নিবীণার ঝঙ্কারে হটে নমরুদ।
নির্যাতীত নিপেরীত সর্ব জনগণ,
লৌহ কপাট ভাঙ্গিল সত্য আন্দোলন।


ধ্বংসযজ্ঞ হলিতে পৃথিবী শ্বশান,
পাষাণ প্রাচীর ভেদি প্রলয় নিশান।
নির্ভিক সৈনিক যুদ্ধে চলে মহাবীর,
মুক্তির মিছিলে সদা উঁচু রাখে শির।
অনবদ্য কাব্যগ্রন্থে বিদ্রোহ অনল,
বাঙ্গালী বিপ্লবী বীর কবি নজরুল।