বড় স্বাধ জাগে বিধি তোমারে দেখিতে,
তুমি ছাড়া কেউ নেই আমার জগতে।
অধমে মিনতি করে ডাকি প্রাণ ভরে,
আপন করে নাও হে - প্রভু দয়া করে।
পরম করুণাময় দয়ার ভান্ডার,
পুজিতে চরণ নেই সম্বল আমার।
তাড়িয়ে দিলে দয়াল যাব যে কোথায়?
প্রেমে পুড়া অভাগার কি হবে উপায়?


অপরাধ ক্ষমা কর আমি পাপী ভবে,
সঠিক সরল পথ দেখাবে কে কবে?
দুঃখ আমার বুকে কলঙ্কের ডর,
ভিন্ন যদি ভালবাস কে দিবে আদর?
আমি দুঃখের দুখী অন্য নাহি চাই,
তোমারে পাইলে সুখী যদি কভু পাই।