আসল নকল
শপথ


রঙ মেখে সঙ সেজে যুবতী রুপসী,
চরিত্রহীনা সুন্দরী তাকে ভালবাসি।
অশালীন ব্যবহার অশ্লীল পোষাক,
জীবনের সজ্জা যার কলঙ্কের দাগ।
কালো কুৎসিত মেয়ে গঠনে চরিত্র,
লজ্জা নারীর ভূষণ কুমারী পবিত্র।
হৃদয়ে মায়া মমতা একমাত্র পুঁজি,
জীবন সঙ্গী আপন তাকে কেউ খুঁজি।


যৌবনে পদার্পনে যে রুপ উদ্ভাসিত,
ছলনার মায়াজালে পুরুষ শাষিত।
ঘরের লক্ষী রমনী শান্তির চাদর,
কোমল হৃদয়ে থাকে মমতা আদর।
পরিবারে সংসারে জ্বেলেছে প্রদীপ,
আসল নকল নারী হীতে বিপরীত।