অনুশোচনার অবসান
শপথ


আমাকে দুঃখ দিয়ে কাঁদিস যখন,
সেইতো অনেক বেশি যন্ত্রণা আমার,
তাইতো কাঁদাতে তোকে আসবোনা আর,
ভুলের মাশুলে যদি ভেঙ্গে দিস মন।
ভালবাসা অধিকারে স্মৃতির বাঁধন,
কি ছিলে আমার তুই ভুলে যদি যাস,
আগের মত থাকব আমি বারোমাস,
সুখের পরশ নিব বিরহ দহন।


পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়,
জীবনে নতুন করে আয় ফিরে আয়।
ভুলে গিয়ে মনে যত জ্বালা অভিমান,
অনুশোচিত ভুলের হোক অবসান।
বিশ্বাসে সন্দেহগুলো দুর করে শুধু,
ভালবাসা মন থেকে হারায় না কভু।