জহুরী যে হিরা চিনে আমি সে মানিক
প্রেমের ঘাটে নিলামে মনের বণিক
কর্মকারে সোনা পুড়ে গহনার দানা
জ্বলে পুড়ে দগ্ধ আমি খাঁটি ষোলআনা
ভাঙ্গা কাঁচের টুকরা কুঁড়াই যতনে
ক্ষত বিক্ষত হৃদয় সাজাই নতুনে
চক চকে ধুলিকণা পদতলে মিশে
পথিকের পায়ে ধরে তুলি ভালোবেসে


কোচারে দায়িত্ব পায় গড়ে খেলোয়ার
শ্রেষ্ট নায়ক নায়িকা চিত্র নির্মাতার
শিক্ষকের যে দায়িত্ব গড়া ছাত্র ছাত্রী
শিল্পীর মধুর কণ্ঠে গীতিকার খ্যাতি
আমিও গড়তে চাই মানুষের জাতি
সত্য সুন্দর পবিত্র গাঁথা প্রেম প্রীতি