জন্মেছি আমি এ বঙ্গে বি-বাড়িয়া জেলা ,
বান্ছারাম পুর থানা অধীন সে গ্রাম,
দরিয়া দৌলত তার পরিচিতি নাম,
অপরুপ সাজ মাঠে প্রকৃতির মেলা।
ধর্ম বর্ণ ভেদাভেদে নেই হানাহানি,
জ্ঞানী মুনিষী জন্মেছে কত প্রতিভার ,
সম্ভাবনার শিকড় রয়েছে অপার,
সুনিবিড় শান্তি নীড় পল্লী গ্রাম খানি।


হিন্দু মুসলিম এক সুরে বাজে বাঁশি,
সোনালী ফসলে ভরা কৃষকের হাসি।
সবুজে শ্যামলে ঘেরা নদী খাল বিল,
ধনী গরীব প্রভেদ সম্পর্কের মিল।
গৌরব উজ্জল গাঁথা শিক্ষা প্রতিষ্ঠান,
স্বার্থক জন্ম আমার বিধাতার দান।