একাকী নিশি
  শপথ


একাকী রাত নিরবে       তুমি অনুভবে,
বিবাগী হৃদয় আজ         স্তব্দ কলরবে।
হেয়ালী বিরহে কাঁদে     চাঁদের জোছনা,
কুসুম বনে সুভাষে       প্রজাপতি ডানা।
রজনী নিশি আঁধার      রাত জাগা পাখি,
বুকের মাঝে কে যন      উঠে মৃদু ডাকি।
অচীন কোন প্রেয়সী        তানপুরা বীণা,
ছন্দের তালে ডাকছে      সুরের মোর্ছনা।


গভীর নির্জনে চুপ       নেই কোলাহোল,
প্রকৃতির মাঝে খুঁজি        মনে কৌতুহল।
চারিদিকে ঝিঁঝিঁ পোকা  আলেয়ার আলো,
ফুল পরী খেলা করে     বাসি কত ভালো।
আছে ফুল পাখি গান        মধুময় প্রীতি,
নিদ্রাহীন রাতে নেই      নিশি জাগা সাথী।