আজব পুতুল
শপথ


কুমারের যত্নে গড়া   মাটির পুতুল,
পৃধিবীর বুকে এসে করে শুধু ভুল।
চালাতে লাগেনা কভু ব্যাটারি ফুয়েল,
পুতুলের টাঙ্কি ভর্তি পেট্রোল ডিজেল।
কারিগর নিজ হাতে দিয়ে দিল চাবী,
সুন্দর জীবন পায় পুতুলের দাবী।
ছোট থেকে বড় হয় বয়সের দ্বারে,
রঙ মেখে সঙ সেজে ভবে খেলা করে।


নিখিলে সাজাতে প্রভু সুন্দর ভূবন,
পুতুলের আবিস্কার করেন সৃজন।
অপূর্ব রুপের গুন পুতুলের মাঝে,
ভালবেসে খেলা করে জীবনের সাজে।
পুতুল জানেনা কভু বিধানের মূল,
চমৎকার মডেল আজব পুতুল।