আজব মেকার
শপথ


মাটির  এক  পুতুল  দেখিতে  সুন্দর,
কোন থিওরি প্রয়োগে গড়িল কুমোর।
কোন দেশে কারখানা কোথায় ফ্যাক্টরি?
কোথায়  বসতি  তার করে   কারিগরি?
পুতুল সৃজনে  দেয়া  দক্ষ  হাতে  চাবি,
নাচে গানে ফুর্তি করে মিস্ত্রির কি দাবী?
নিরাকারে বসে বসে আজব মেকার,
পুতুলের খেলা দেখে কি চমৎকার।


সন্ধান করে  পুতুল  দেখিবে মেকার,
খুজে শুধু দেহ মাঝে কে ইঞ্জিনিয়ার।
পৃথিবীতে   পুতুলের  ব্যথিত   জীবন,
বন্ধ হলে চাবি দিবে কে আছে সে জন?
জগতে  সেই  পুতুল  চলে  কতক্ষণ,
আজব  মেকার  নিজে  করে  নির্ধারণ।