🚿মেঘলা দিন 🚿
   শপথ


ঝড়িছে পূবালী বায়, ঐ যে দুর বনে ,
রয়েছি একলা আমি ,চাহি বাতায়নে।
শ্রাবণও বারিধারা, নেমেছে অঝোরে,
ভুলিতে স্মৃতি স্বপন ,আঁখি জলে ভরে।
রিম ঝিম বর্ষা দিনে ,প্রেমের দহন
অঙ্গে ঝড়ে যায় শুধু ,ব্যথার শ্রাবণ
ময়ুরী মনের কোনে ,নাচে ছন্দ তুলে
যমুনা নদী পাড়ে কে? ডাকে যেনো ভুলে


বিরহ মনের ব্যথা , শুনবে কি বসে?
ভেঙ্গে দিবে নিরবতা, বলবে কে হেসে?
বৃষ্টির ছন্দের তালে,বকুলের গন্ধ,
মুখরিত আনমনে, সুবাসে আনন্দ।
শ্রাবণ বাদল দিনে, প্রিয়ার দর্শণ,
মেঘলা দিনে এ মন, খুজে সারাক্ষণ।