নষ্ট নারী
   শপথ


ফাঁদ পেতেছেন প্রভু , বিশ্বজুড়ে নারী
পুরুষের গলে ঝুলে , মৃত্যু ফাঁস ধরি।
সৃষ্টির দায়িত্বে নারী , পুরুষের নয়,
সতীত্বের বিসর্জনে , কলঙ্কিত হয় ।
অর্ধেক মানবী নারী , অর্ধেক কল্পণা,
রুপ মায়াজালে বশ , শিকাড়ী ছলনা।
নারীর কাছে পৃথিবী , হলে তার স্বামী,
পরিবার , সংসার , হয় বড় দামী ।


বাপের বাড়ি গৌরবে , নারী থাকে মত্ত,
শ্বশুড়বাড়ি আপন , ভাবা বড় শক্ত ।
বউ শাশুড়ীর দ্বন্দ্ধে , অশান্তি আগুন ,
অশ্লীল বাক্যে ঝগড়া , ননদী দ্বিগুন ।
ধ্বংসেও তর্ক জিদ , করেনা আপোষ,
সমাজের নষ্ট নারী , পুরুষে কি দোষ ।