🌾ষড়ঋতুর বিরহ🌾
    শপথ


গ্রীস্মকালে রোদ বৃষ্টি , বুকে ঘুর্ণিঝড়,
কালবৈশাখী তুফানে ভাঙ্গিল অন্তর।
বর্ষাকালে ভরা নদী, নয়নে জোয়ার,
অকুল সাগরে ভাসি পাইনা কিনার।
শরতে শিউলী মালা গেঁথে ফুলে ফুলে,
আকাশ সম বেদনা সাদা মেঘ নীলে।
হেমন্তে আনন্দ ভুলে কাঁদি একা একা,
নতুন ধানের গন্ধে ,পাই শুধু ধোকা।


শীতকালে বন্ধু বিনে  ঘুম যে আসেনা,
কুয়াশা হিম সাগর  বুকে জমে কান্না।
বসন্তে অরণ্য সাজে  প্রকৃতি যৌবনা,
কলঙ্কের হার গলে  কপালে চণ্দণা।
প্রেমের কোকিল মনে  ডাকে কুহ সুরে ,
ষড়ঋতুর বিরহে  অঙ্গ জ্বলে পুড়ে।