🌾ফুলের জীবন🌾
      শপথ


সব লাল পাথরে কি ? চুণি হতে পারে,
সব ফুল মিলনের মালা গাঁথে নারে।
পাশাপাশি দুটি ফুল  ফুটে বাগিচায়,
কত ফুল ঝড়ে যায়  সকাল সন্ধ্যায়।
ফুলে ফুলে মধু পানে  ভ্রমরা পালায় ,
কিছু ফুল ঠাই পায়  দেবীর পুজায়।
অন্ধকারে কত ফুল , না ফুটেই ঝরে,
ভালবেসে কুঁড়িয়ে কে? মালা গেঁথে পড়ে।


কিছু ফুল ঢাকা পড়ে, শুকনো পাতায়,
বাসি হলে অনাদরে  ফেলে ময়লায়।
ফুলের বাসর কারো  জীবন পুড়ায়,
শ্রদ্ধা ভক্তিতে প্রেমিক সে ফুল কুঁড়ায়।
ফুলদানীতে সাজায় , রঙ্গিন ভূবন,
সুভাষিত গন্ধে ভরা , ফুলের জীবন।