🌙অবাক জোছনা🌙
     শপথ


ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ,চাঁদ আঁধখানা,
পূর্ণিমার আলো জ্বলে, রুপালী জোছনা।
চাঁদের কিরণ ডাকে, হাত ইশারায় ,
ঘর খুলিয়া বাহিরে, ধরিতে পালায়।
চাঁন্দের জোছনা ভর্তি , আলো ঝলমলে,
আমার সাথে কেবল, লুকোচুরি খেলে।
কুম কুম অঙ্গে মেখে, নেমেছে জোছনা,
বেদনার রঙ যেন, অপূর্ব চন্দণা।


পূর্ণিমার ইন্দ্রজাল, রচিত বিচ্ছেদে,
মুক্তার ন্যায় উজ্জল ,অহঙ্কারী চাঁদে।
আমি ভুল ভেবে করি ,রজনী যাপনা,
কলঙ্ক আঁচর বুকে, লুকালো চন্দণা।
নিশি কাটে দেখে দেখে ,চাঁদের ছলনা,
অচিন সুরে ডাকলো ,অবাক জোছনা।