🐄কলঙ্ক🐄
    শপথ


জীবনে যা কিছু ,  মানুষের দেয়া,
নাম বদনাম যত,   রয়েছে পাওয়া।
ভাল মন্দ ব্যবহারে ,  চরিত্র গঠনে,
কালিমায় কুলষিত , কলঙ্ক জীবনে।
নারীর কলঙ্ক বেশি , পুরুষ সমাজে,
পদে পদে কলঙ্কের - দোষ প্রতি কাজে।
জীবনে কলঙ্ক যদি,  আসে একবার,
বেঁচে থাকা পৃথিবীতে ,  দুস্কর সবার।


সমাজ নাচে বাজিয়ে,  কলঙ্কের ঢোল,
মর্যাদা হানি, হারায় -জাত মান কুল।
অপমানে জ্বলে পড়ে, কলঙ্কের হার ,
উপহারে কাঁটা বিঁধে , কলিজা অঙ্গার।
ভাল মন্দ কর্ম কান্ড , আনবে আতঙ্ক,
জীবনে থাকবে কেন , চরিত্রে কলঙ্ক।