🎶আয়না 🎶
   শপথ
  
পৃথিবী দেখিতে, ঠিক- আয়না স্বরুপ
মানুষ দেখতে পাবে ,নিজের সুরুত।
হাসিলে হাসে, কাঁদিলে- দেখ সাথে কাঁদে,
নিজ কর্মফল শুধু ,প্রতিদানে পাবে।
ব্যবহার মন্দ হলে ,পড়ে কার দায়,
ভেংচি কাটিলে খুজে, পাবে আয়নায়।
উৎসর্গ কর যদি, মঙ্গলে জীবন,
হাসির সামনে দেখ, কি করে দর্পণ?


জীবনে চাওয়া যত, মানুষের দ্বারে,
দুঃখ দিয়ে কাউকে ,সুখ আশা করে।
নিজ স্বার্থে অন্ধ হলে, অনিষ্ট সাধনে,
বিপদের সময় কে ? উদ্ধার মরণে।
মানব জীবন হল, আয়নার ন্যায়,
সৌন্দর্য রহস্যে খুজ, নিজ পরিচয়।