🍉আশার ফল 🍉
   শপথ


ফুটন্ত শিমুল বন, দেখে কাক ভাবে,
ফুল সুন্দর, নিশ্চয় -ফল মিষ্টি হবে!
কোনদিন হবে ফল? মানেনা যে মন,
করিব সেই ফলের, স্বাদ আস্বাধন।
আশাতে শিমুল বনে, করে বসবাস,
আহার করেনা, শুধু -থাকে উপবাস।
অবশেষে, পাকে তুলা, শিমুলের ফল,
খেতেতো পারেনা কাক, ঠুকায় কেবল।


ঠুকায় তুলা কেবল, যায় উড়ে উড়ে,
কাকের মিটেনি ক্ষুধা -চাহিদাই বাড়ে।
কিছু তুলা মুখে ঢুকে, গলাতে আটকে,
মরণ যন্ত্রণা ভোগে, মাথা ঝাড়ে কাকে।
চাহিদার আশা হলে, কাকের মতন,
ধ্বংস হয় তখনি, মানব জীবন।