🎓স্বাধীনতা মানে🎓
     শপথ


স্বাধীনতা মানে,
৭১ রে ছিল মুক্তির সংগ্রাম, জয়ের শ্লোগান,
বর্বরোচিত পাক বাহিনীর বিরুদ্ধে অভিযান।
৩০ লাখ বাঙ্গালী মৃত্যুমুখে যুদ্ধে দিল প্রাণ।
স্বাধীনতা মানে,
৭ কোটি মানুষের এনেছিল, জীবনের বিজয়,
বিশ্বের বুকে মানচিত্রে বাংলাদেশের পরিচয়।
সবুজ শ্যামল বাংলার বুকে নতুন সূর্যদোয়।


স্বাধীনতা মানে,
রক্তে রাঙ্গানো বাঙ্গালীর জীবন ইতিহাস,
পাকিস্তানকে ধ্বংস করে শত্রুর বিনাশ।
স্বাধীন দেশে স্বাধীনভাবে করব বলে বাস।
স্বাধীনতা মানে,
কৃষকের মাঠে ফলে ,সোনালী ফসলের হাসি,
শিল্প কারখানায় উৎপাদনে উন্নয়ন বেশি।
সুখে দুঃখে সকল বাঙ্গালীর হৃদয়ের বাঁশি।


স্বাধীনতা মানে,
সত্য ন্যায়ের সাহসী সৈনিক, বীর বাঙ্গাল,
আঁধারে আলেয়ার আলো ,জীবনের মশাল।
শত্রুর রক্তে ভেজা,বাংলার মাটি চিরকাল।
স্বাধীনতা মানে,
বীর শ্রেষ্ট, বীর বিক্রম, বীর প্রতীকের গান,
নারী পুরুষ মিলে ,মুক্তিযুদ্ধার জীবন দান।
নিঃস্বার্থে জাতির মঙ্গল ,কল্যাণে অবদান।


স্বাধীনতা মানে,
বোনের ইজ্জত, মায়ের সম্ভ্রম ঢেকে রাখা,
ভাইয়ে ভাই হাত মিলে ,ঘাতক শত্রু রুখা।
নববধুর রঙ্গিন সাজে, সুখের জীবন আকা।
স্বাধীনতা মানে,
অর্জন করা বড় সহজ, রক্ষা করা কঠিন,
যথার্থ মর্যাদা ,বঙ্গ জাতি বুজেনি কোনদিন
আপন পায়ে শিকল বেঁধে ,রয়েছে পরাধীন।