💀বাংলার গণহত্যা💀
    শপথ


১৯৭১ সালে, ২৫ শে মার্চ মধ্যরাত্তিতে,
নির্মম হত্যাযজ্ঞ চালায় বাংলার মাটিতে।
জাতীয় অধিবেশন স্থগিতাদেশ অনির্দিষ্টকালে,
পূর্ব বাংলার জনগণ প্রতিবাদে ঝড় তোলে।
স্বদেশ প্রেম ছিল বলে আপন স্বার্থ ভুলে,
বিক্ষোভ আন্দোলনে যোগ দেয় মিছিলে।
প্রতিরোধের দূর্গ গড়ে, নৃশংস বর্বর পাকিস্তান,
গণহত্যায় ৩০ লাখ বাঙ্গালীর বুকের তাজা প্রাণ।


আন্দোলনে নিয়ন্ত্রণ হারিয়ে, বর্বর পাক প্রশাসন,
ধ্বংসযজ্ঞের অগ্নিসংযোগ জ্বালায়, গুলি বর্ষণ।
বাঙ্গালীর স্বাধীনতার আকাঙ্খা, অঙ্কুরে বিনাশ,
বিশ্বের বুকে নজিরবিহীন হত্যা, স্বাক্ষী ইতিহাস।
পাকিস্তানি সামরিক জান্তার সার্চ লাইট অপারেশন,
গ্রাস করেছিল বাঙ্গালী জাতির সাধারণ জন জীবন।
রক্ত পিপাসু হিংস্র পাকিস্তানির পৈশাচিক আক্রমণ,
মৃত্যুপুরী বাংলার জমিনে ট্যাঙ্ক সাজাল দানব প্রশাসন।


হত্যাযজ্ঞে শিক্ষক ছাত্র শিশু কিশোর পায়নি নিস্তার,
নীল ছোবলে নারী পুরুষ কুলি মজুর তান্ডবের শিকার।
ঘৃণ্য হায়েনা বর্বর পাকিস্তানকে বিশ্ব বিবেক দিল ধিক্কার,
ইয়া হিয়া খান খল নায়ক এই বাংলার নৃশংস গনহত্যার,
ওৎ পেতে থাকা শিয়াল শকুন পিশাচ হায়েনার দল
বাংলার জমিনে আজো আছে সেই রাজাকারের বল।
বিভিষিকাময় ২৫ শে মার্চের গণহত্যার কালো রাত,
বাংলার মাটিতে হয়নি আজো সেই রাতের প্রভাত।