💋ললনার ছলনা💋
  শপথ


আঁক বাকা মেঠো পথে, যমুনার কুলে,
সেদিন এক ললনা ,দৃষ্টি পড়ে ভুলে ।
এলো চুলে ধীরে পায়ে, নুপুরের তালে,
লাজুক লতা সর্বাঙ্গ, লুকানো আঁচলে ।
কৃষ্ণ কালো চোখ দুটি ,যেন হরিণীর
মুগ্ধ নয়নে কেবল, দেখেছি অধীর
চন্দ্ররুপে যত্নে গড়া, মানবী বিধির
আত্মহারা মন, আমি- ব্যকুল অস্হির


সুদাই হালকা মৃদু ,স্বরে ললনাকে
মিষ্টি কন্ঠে মধু, শুনি- সুরেলা, অবাকে
সেই থেকে এলো মেলো, সব সারাবেলা,
উদাস মনে প্রেমের ,ক্ষনে ক্ষনে দোলা
হৃদয় গহীনে বসে ,আঁকে আলপনা
সুন্দরী ললনা শুধু ,করছে  ছলনা