🎶নিশীত স্বপন🎶
    শপথ


নিশি রজনী, হঠাৎ -স্বপন দেখিয়া,
উঠিলাম চমকিয়া, কি রুপ হেরিয়া।
নিদ্রিত ছিল তখন, ঘুমে দুনয়ন,
মিষ্টি মধুর হইল, কত আলাপন।
মানবী না পরী, আমি - শুধু ভেবে মরি,
পাইনা খুজে স্বপ্নের, জেগে সে অপ্সরী।
যাদু মাখা হাসি, অঙ্গ- সোনার জ্যোতি,
অপরুপ পূর্ণিমার ,চাঁদ রুপবতী।


ছলনার ভান করে ,ঘুমাই আবার,
ভাবি যদি আসে ফিরে, স্বপ্নে প্রতিবার।
আসিলনা আর নিদ, চোখের পাতায়,
ভাবনায় মন ছিল, তন্ময় কথায়।
নিশিত স্বপ্ন মধুর, স্মৃতি সারা রাত,
জেগে জেগে হয়ে এল, কখন প্রভাত।