চাঁদ তুমি ডুবে যাও, ঐ জোছনা ঢেকে,
প্রিয়তমা এল কাছে, ভয়ে ভয়ে চোখে।
চুপি চুপি কিছু কথা, বলব যে তাকে,
পৃথিবী আড়াল করে, লুটে নিব বুকে ।
প্রিয়ার চোখে পড়িলে, পূর্ণিমার আলো,
লজ্জায় হবে সে, জানি -অমাবশ্যা কালো।
জোছনা বিলাসি রাতে, চাই যে আঁধার,
মধুর রজনি নিশি, বৃথা অভিষার।


পৃথিবীর সব বাঁধা, কাটিয়ে দুজন,
হৃদয় স্পন্ধনে হবে, যে -কথোপোথন
লজ্জাবতী লতা অঙ্গ, কোমল, প্রিয়ার,
অতৃপ্ত মিলনে সুখ, বাসর শয্যার।
পূর্ণিমা জোছনা মধু, মাধুবী এ রাত,
এই রাত কভু যেন, হয়না প্রভাত।