💋সতীত্ব💋
শপথ


অত্যান্ত গুরুত্বপূর্ণ, নারীর সতীত্ব,
পতিতা কলঙ্কে নিজ, হারায় অস্হিত্ব।
মহামূল্যবান, নারী- জীবনে সম্পদ,
অমার্জনীয়, বিধির -দন্ডে অপরাধ।
সৃষ্টি শক্তির উৎস, নষ্ট অপচয়,
যৌনাঙ্গের হেফাজত, করিবে নিশ্চয়।
সৃজিতে নতুন সৃষ্টি, স্রষ্টা অপেক্ষায়,
কঠোর বিধান তাই, সতীত্ব রক্ষায়।


সতীত্বের নাই, কোন -ব্যক্তি স্বাধীনতা,
দাম্পত্য সম্পর্কে আছে, বৈধ অবৈধতা।
অতিক্রমে বৈধতার, সীমা- শাস্তিযোগ্য,
যৌনতা ক্রয় বিক্রয়ে, নয় পণ্য দ্রব্য।
সতীত্ব ব্যপার শুধু, শারিরিক নয়
মনে মনে সতী মেয়ে, কয়জন হয়।