👣 খেলা 👣
শপথ


ভূবনে আপন মনে, প্রভু করে খেলা,
তারকা রবি শশীর, সনে সারাবেলা
শূণ্যে মহাকাশে মগ্ন, যে লীলা বিলাসে,
সুন্দর পুতুল খেলে, কি আনন্দ হেসে।
সৃজনে সৃষ্টি, প্রলয়ে- ধ্বংসের খেলা,
অনন্ত ভাঙ্গা গড়ার, মহাকাল মেলা ।
খেলায় প্রভাত সন্ধ্যা, দিবা রাত্রি গুলো,
রাতের আঁধারে চন্দ্র , দিনে সূর্য আলো।


বৃক্ষ শাঁখে ফুল ফল, পক্ষি কন্ঠে গান,
পাহাড়ে ঝর্ণার ধারা, নদী কলতান।
সবুজ মাঠে ফলিত, ফসলের ঘ্রাণ,
প্রাণ জুড়ানো বায়ুতে, খেলা চলমান।
প্রলয়ে কখন জানি, ভাঙ্গবেন মেলা,
আউয়ালে আখেরের, মাওলার খেলা।