👣প্রভু দর্শণ👣
     শপথ


মুসলিম যদি পেত, খোদাকে মক্কাতে,
হজ্জ করতে গিয়ে কে? চাইত আসিতে।
পেত  যদি  কেউ দেখা, শিবের কাশিতে,
বৃন্দাবনে কৃষ্ণ পেলে, কে চায় আসিতে।
ভোগে হরি হলে, খোদা- শিন্নীতে অর্জন,
শাহজাদা   শুধু   পেত ,   প্রভুর দর্শন।
কোন মোকামে আবদ্ধ?  সাঁই নিরান্জন
প্রিয় খাদ্য  কে করিবে? বুঝে আয়োজন।


শয়তান দিলে ধোকা, মানব জীবন,
কোন সাধনে সাধক? পাবে মহাজন।
কোন রুপেতে দেখিবে? নিরাকার ধন,
সৃষ্টির মাঝে প্রকাশ, থাকিয়া গোপন।
মসজিদে প্রভু খুঁজে, মন্দিরে গমন
হৃদয় কাবাতে পাতা, পবিত্র আসন