প্রেম মানে বুঝি মোরা,  ছেলে আর মেয়ে,
সাক্ষাত, মুচকি হাসি, শুধু দেখা চেয়ে।
কৈশোরের পবিত্রতা ,প্রেম শ্রদ্ধা ভক্তি,
যৌবনের স্বপ্ন গতি, জীবনের শক্তি।
প্রেমের চোখে  সুন্দর, পৃথিবীর সব,
তৃষাতুর পিপাসিত, হৃদয় অন্তর।
এত প্রেম! কেন বিধি? দিলে ছোট্ট প্রাণে,
তোমার প্রেমে মরেছি ,আমি আত্মদানে।


প্রেম মানে বুকে জ্বালা, গভির যন্ত্রণা,
প্রেম চির পরিচিত, তবুও অচেনা।
প্রেম পথের ধুলার ,স্বভাব বৈরাগী,
প্রেম মানব জীবনে, শ্রেষ্ট উপলব্ধি।
প্রেম অনল পুড়ায় ,জানি শুধু মন,
প্রেম এমনই এক, অদৃশ্য বন্ধন।