💃অতৃপ্ত চাহিদা💃
শপথ


পৃথিবীতে মানুষের, কত কি যে আশা!
অতৃপ্ত চাহিদা থাকে ,কেবল প্রত্যাশা।
জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কাতর,
ভোগ বিলাসেই ব্যস্ত, কে নিবে খবর?
খাদ্যের পর  দৈহিক .চাহিদা প্রধান,
জঘণ্য কুকর্ম যত, মনে পায় স্হান।
চাহিদা রক্তে মাংসে, মানুষের নেশা,
ধ্বংসযজ্ঞ খেলিছে, হলি সর্বনাশা।


চাহিদা অসাধারণ, মানব জীবন
বাঁচার স্বাধে মানুষ, ভুলেছে মরণ।
হিংস্র চাহিদা থাবা,শুধু করে গ্রাস,
কত ক্ষতি সাধনের , বিজয় উল্লাস।
সন্তুষ্ট চিত্তে গ্রহণ, কর যত প্রাপ্ত,
অতৃপ্ত চাহিদা হয়, জীবন সমাপ্ত ।