☕তোষামোদ☕
শপথ


ক্ষুধায় কাঁদে শিয়াল,নদী তীরে বাকে,
গর্তে থাকা লুকায়িত, কাঁকড়াকে ডাকে।
কাঁকুড়ি কুঁকুরি তুমি, পরমা সুন্দরী,
বাহিরে আস তোমায়, নমস্কার করি।
কাঁকড়া বুঝতে পারে, শিয়ালের ছল,
কেন ডাকিস ? একটু -বাবা তুই বল?
শরীরটা ভাল নয়,  গায়ে বেশি জ্বর,
আজকে বাহিরে থেকে, নমস্কার কর।


মানুষ ঘুরছে আজ ,শিয়ালের বেশে,
আপন স্বার্থে পরের ,ক্ষতি করে হেসে।
কাঁকড়া বুঝে নিজের ,ভাল মন্দ সব,
মানুষ বুঝেনা শুধু, কেবল গর্ধব।
অন্তরে ছলনা বিষ,মুখে মধু সব,
দুষ্ট লোকের ভাষার, মিষ্টি তোষামোদ।