আমার বেডরুমের জানলা দিয়ে
এখন আর আকাশ দেখা যায় না—
কেবল একটা লাল ইটের দেয়াল !


রৌদ্রের নরম শরীর বেয়ে
টুপটুপ ঝরে পড়া রুপোলি শিশির;
নিঃশব্দ কুটিরে ঘুমিয়ে থাকা
গ্রাম্য কিশোরীটির ইচ্ছের মতন
রঙ-বেরঙের পাখিদের ওড়া-উড়ি
কিংবা সন্ধ্যারাতের কোল থেকে ছুটে আসা
ঝিলমিল জোনাকির ঝাঁক—
দেখতে পাই না, এসবের কিছুই
আজ আর দেখতে পাই না ।


পিপাসার্ত ! চোখ দুটো ভয়ানক পিপাসার্ত—
আকাশ থেকে খসে পড়া একটু নীলের জন্য
নীলের পিঠে শুয়ে থাকা নিশ্চল মেঘের
একটু শুভ্রতার জন্য
চোখ দুটো ভয়ানক পিপাসার্ত !


আমার বেডরুমের জানলা দিয়ে
এখন আর আকাশ দেখা যায় না—
কেবল একটা লাল ইটের দেয়াল !