"" বধু ""
বেগম সেলিনা খাতুন


চাঁদের মতো মুখটি তোমার, যেন কিরণ ঝরে
সকাল সন্ধা আপন মনে ব্যস্ত গৃহ কাজে
দক্ষিণ দুয়ারে আম্রশাখে,বুলবুলি ডাকে মৃদুসুরে
তুমি কোলের শিশু জড়িয়ে রাখো শাড়ীর আঁচলে।


প্রভাত আসে মধুর সুরে আজানের ধ্বনি নিয়ে
ঘরে ফিরে পাখিরা গোধুলির রঙ জ্বালিয়ে
সারা নিশি জেগে,বিরহ বেদনা ভুলে
তুমি কোলের শিশু জড়িয়ে রাখো শাড়ীর আঁচলে।


পুষ্প কাননে ঘেড়া তোমার বাড়ীর আঙ্গিনা
যতো ফুল ফোটে,যতো ফুল ঝরে
কুড়িয়ে নিয়ে মালা গাঁথ অতি যতনে
তুমি কোলের শিশু জড়িয়ে রাখো শাড়ীর আঁচলে।


ছোট্ট তোমার ঘরটি পুষ্প শাখে সাজানো
গগণ জুড়ে তারকা গুলো করছে মহানন্দ
নব বসন্ত থাকে বারমাস তোমার জীবনে
তুমি কোলের শিশু জড়িয়ে রাখো শাড়ীর আঁচলে।