আমাদের গ্রাম ""
বেগম সেলিনা খাতুন


আমাদের গ্রাম খানি
ফুলে ফলে ভরা
জল ভরা দিঘি,
আছে রুই কাতলা।


থাকি সবাই মিলে মিশে
সবার সমান অধিকার
পরশির বিপদে ঝাপিয়ে পরি
নাহি ভাবি পর।


দলে দলে খেলি মোরা
হা ডু ডু ফুটবল
হারজিত মেনে নেই
করিনা কোন ছল।


কন্ঠে কন্ঠ মিলিয়ে
গাই বিজয়ের গান
ভালোবাসি মা মাটি
সমান সমান।


পাড়ার সকল ছেলে
পড়ি পাঠশালায়
সদা সত্য কথা বলিবে
গুরুজন শিখায়।


আমাদের গ্রাম খানি
শস্য শ্যামলে ভরা
বিকেলের সোনালী রোদ্দুর
গোধূলির মোহে পরা।


সন্ধ্যা যখন ঘনাবে জীবনে
বিদায়ের সুর শুনাতে
গ্রামের মায়া ছাড়িয়ে
নিশি রাতের তাঁরা হবো
রবো চির ঘুমিয়ে।