যখন সকালে কাটল ঘুমের ঘোরটা
রান্নার কিচেনে দেখি খেলছে ক্ষুদে চোরটা।
চোরটা ভেবেছিল সেটা দামী গাড়ী
আসলে সেটা ছিল রান্নার হাড়ি।
চোরটা সম্পর্কে হয় আমার নাতি
এক বছর বয়সেই সে আমার সাথী।
ভালোবাসি খুব তাকে, সে ভারী দুষ্টু
দিনরাত সে আমায় দেয় শুধু কষ্ট।
মা বাবা ছেড়ে দিয়ে আমার কাছে থাকে
সবসময় আমাকে চোখে চোখে রাখে।
বুকের দুধ খায় না সে টানে শুধু ফিডার
সে আমার সবকিছু সে আমার লিডার।
আমাকে দেখে চোর দেয় জোরে হাসি
সে আমার মন চোর তাকে ভালবাসি ।
এখনও তার সাথে পড়িনি কলমা
আমি তার বড় বউ নাম আমার সালমা।
তার সাথে হবে বিয়ে আগামী কালকি
সব ছেড়ে চলে যাব চড়ে নতুন পালকি।
মজা হবে তার সাথে করতে বাসরঘর
আমি তার বেহুলা সে লক্ষ্মীনধর ।
ছোট্ট বর হলেও তাকেই ভালবাসি
ভাল লাগে সে যখন দেয় মধুর হাসি ।
জীবনটা ধন্য তাকে আমি পেয়ে
সংসারটা গুছাবো তার ঘরে যেয়ে ।
সে দারুণ সোয়ামী বুজেনাতো কিছু
ক্ষিধে পেলে কাঁদেনা নেয় আমার পিছু ।
এতো ছোট স্বামী নিয়ে আছি বড় সুখে
ভালোবেসে সবসময় রাখি তাকে বুকে ।
ভালবেসে যাব তারে সারাজীবন ধরে
মনে হয় পৃথিবীটা আছে আমার ঘরে ।
ভালবাসি তাকে আমি জীবনটা দিয়ে
তাইতো করে ফেলি গোপনে বিয়ে ।
সে আমার সবকিছু সে আমার জান
তার জন্য মরতে পারি, দিতে পারি প্রাণ।
পৃথিবীতে আর নেই তার মতো স্বামী
তাই তাকে জীবন দিয়ে ভালবাসি আমি ।