একটি বাংলাদেশ তোমার জন্ম ত্যাগের বিনিময়ে,
সেই কথা গাঁথা অাছে সকল বাঙালির হৃদয়ে।
তোমার বুকে ঘুমিয়ে অাছে কত লক্ষ বীরযোদ্ধা,
তাদের প্রতি রইলো হাজারও বিনম্র শ্রদ্ধা।


একটি বাংলাদেশ নামক ফুলটি অানতে গেল লক্ষ প্রাণ,
যারা জীবন দিয়ে রেখে গেল অবদান।
তোমার জন্য হাজার কথার মালায়,
লিখেছেন কাব্য কত কবি তার কবিতায়।


তোমার স্নেহে ধন্য হয়ে প্রান দিল যারা,
মরণেও ধন্য হলো তারা।
তোমার বুকে ঘুমিয়ে অাছে কত গুণিজন,
যারা ভালোবাসতো তোমায় দিয়ে মনপ্রান।


তোমার অালো,বাতাসে কি মধুরতা,
প্রাণে জাগে স্নিগ্ধতা -সজিবতা।
তোমার সুজলা- সুফলা রূপে,
মুগ্ধ হয়ে সুর জাগে প্রাণে।


মাঝিরা গান ধরে ভাটিয়ালি,
দেখে তোমার মায়াবি রূপ খানি।
তুমি লালন কর মায়ের মতন,
মায়ের স্নেহ- ভালোবাসায় ধন্য অামরা যেমন।


তুমি বাঙালির সাধনার ধন,
তোমার বুকে ঘুমিয়ে অাছে অামাদের প্রিয়জন।
বাঙালি স্মরণ করবে প্রাণ ভরে,
যারা জীবন দিল তোমার তরে।


একটি বাংলা দেশ তোমার বুকে,
মরণ হয় যেন সুখে।
তোমার বুকে হাসি -খেলি,
অার তোমাকে ভালোবাসি।


একটি বাংলাদেশ তোমার জন্য
যারা প্রাণ দিল তারা ধন্য।
তোমার জন্য অাজও অবদান রাখছে কতজন,
তারা ও দিতে পারে তোমার জন্য জীবন।


বাংলাদেশ তোমার জন্য গেল যোদ্ধা যুদ্ধের ময়দানে,
যে যুদ্ধের শেষে ফিরলো না ঘরে অনেকে।
তুমি অামার গৌরব ও অহংকার,
তুমি অাজ উর্বর অার স্বনির্ভর।


একটি বাংলাদেশ তুমি জাগরত জনতায়,
সারা বিশ্বের বিশ্বয়।