তোমায় বিহনে (২১৩৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৫-২০২৩ ইং
"""'''""""""''''"""""''""""""""""
তোমায় ব্যতিত অসহায় আমি
তুমি তো আমার সাথী,
তুমি হাজার বছর পরে আসলেও
জ্বলবে সংসারের বাঁতি।


তুমি বিহনে আমার এই ভুবন যে
কিন্তু শূন্য বাগিচার ফুল,
তুমি যদি না আস এই সংসারে
কেউ ভাঙ্গতে পারবে ভুল।


কেন দিয়েছিলে মিথ্যা প্রতিশ্রুতি?
ভালোবাসা দিলে আমাকে,
তুমি ছাড়া আমি নিরানন্দে থাকি
নিত্যদিন অসুখী আমাতে।


কেন  এত্ত আশার বানী নিত্যকার ?
শুনিয়ে ভুল বুঝাইছিলে,
আমি তো ভাবছি তুমি ভালোবাসো
আমিও ভালোবাসছি দিলে।


তুমি বিহনে আমার এ সুন্দর ভুবন
মরুভূমির মত বালুময়,
তুমি যদি না আসো কাছে আমায়
জীবন পুড়ে হবে তপ্তময়।


তাইতো বলি তুমি দেরি তে হলেও
আমার ভুবনে ফিরে আসো,
তুমি বিহনে কিভাবে পথ চলিব?
তুমি পাশে এসে একটু বসো।