সুস্থ্যতার মাস (২১১২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৪-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আমি বছরের মধ্য একমাস
সবচেয়ে বেশি সুস্থ্য থাকি,
মাসটি হলো পবিত্র রমজান
তাই ত্রিশ রোজাকে রাখি।


রোজার মাস আমার কাছে
উপযোগী অনেক বেশি,
রোজার মাসে গ্যাস হয় না
তাই রমজান ভালোবাসি।


ইফতারিতে ইফতার করি
সেহরিতে খাই ভাত,
এটাই হলো আমার কাছে
মহা খুশীর সুসংবাদ।


রোজার মাসে গ্যাস্ট্রিক নেই
গ্যাসের ঔষধ খাই না,
এই মাসের মত এত সুখ আর
অন্য মাসে পাই না।


শরীর আমার দূর্বল থাকে যে
অন্য মাসের চেয়ে বেশী,
তবুও আমি শান্তি সুখ পাই
পবিত্র রমজানে রাশি রাশি।


মুসলিম যারা রোজা রাখুন
সুস্থ্যতা থাকার জন্য,
আল্লাহর হুকুম পালন করলে
দো-জাহানে হবেন ধন্য।