শয়তান যুক্তিতে মুক্তি (রম্য)(২১০০তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৪-২৩
====================
রমজানে নাকি শয়তান বন্দী
আমি দেখছি আছে খোলা,
মরিচ ক্ষেতে লবন ছিটিয়েছে
শয়তান,শয়তানের পোলা।


পরের ক্ষেতে  লবন দিয়ে সে
বসে রয় নি ঘরের রুমে,
মানসের ঘরে আগুন দিয়েছে
মানুষ যখন গভীর ঘুমে।


তরমুজের ক্ষেত উপরে ফেলেছে
ক্ষেতের সকল গাছ ছিল,
শয়তান যদি রোজায় বন্দী থাকে
ইহা কোন মানুষ করেছিল।


শয়তান সর্বত্র ঘুরে ফিরে ফিরছে
নেক ছুরাত ধারণ করে,
যে নেক ছুড়াতে ধোকা দিয়েছে
ভাল মানুষ বলতে পারে।


ফাঁক পেলে ওরা সবার চুলাতে
শুকনা কাঠ ডুকিয়ে দেয়,
মায়ে ঝিঁয়ের মধ্যে বিরোধ লাগিয়ে
শয়তান তামাসার হাসি দেয়।


শয়তান বিনা বেতনে কাজ করে
নিজের বাড়ির খাওয়া খেয়ে,
পাও নাই যার লাথি দিতে বলে
টাকা নাই যার তার দিকে ধেয়ে।


আমি শিওর শয়তান বন্দী নেই
ওরা যুক্তিতে আছে মুক্তি,
রমজানে যদি বন্দীই থাকে তাগুত
তাকে,কে দিল এমন শক্তি।


দেশের সব দূর্নীতিবাজ  হজ্জে
শয়তানকে পাথর মারে,
শয়তান বলে,কেমনে আমার
সাথে বেইমানি করতে পারে।