সত্য সেত চিরন্তন সত্য-
     এটাই সত্য কথা,
মিথ্যার তলে ঢেকে গিয়েছে,
    আসল সত্য কথা।
সত্য কথার ভাত নেই যে-
      এটা গাঁয়ের মানুষের কথা,
সত্য আজ মিথ্যা হতে দূরে,
     কোথাও দিয়েছে ধোঁকা।
মিথ্যা কথায় ভরে গিয়েছে-
      মনের গুদাম খানি,
সত্যের কাছে মিথ্যা কথা,
      হার মানিবে জানি।
মানুষ অহরহ মিথ্যার বুলি-
    বলে যেতেই থাকে,
কথায় কথায় মিথ্যা বলে,
    বাঁধ নাহি সাধে।
জীবনে বলেনি সত্য কথা-
     আজ বলব কি মিথ্যা,
মিথ্যা কথা বলতে জিহ্বা,
       করে নাহি দ্বিধা।
ক্রয়-বিক্রয়ের মাঝে মিথ্যা কথা-
      বিক্রেতার আসল পুঁজি,
এমনি ভাবে সত্য না বলে,
      মিথাই তাহার রুজি।
বিচারকের কাছে সত্য না বলে-
     মিথ্যা স্বাক্ষী দেয়,
নিরাপরাদ ব্যক্তি বিচারকের কলমে,
     খালি-খালি সাজা পায়।
ঠেকে গেলেই মিথ্যা বলে-
     নিজেকে সরিয়ে নিবার তরে,
সত্য আজি ঠেকে গেছে,
     ঘোর তর অন্ধকারে।
মানুষ এমনি ভাবে মথ্যা বলে-
     মিথ্যাই তার পেশা,
সত্য আজি ধামাচাপা বদ্ধ,
   মিথ্যাই নাকি নেশা।
ওরে আল্লাহর সৃষ্টি মানুষ-
   আল্লাহর নেয়ামত খেয়ে,
এত মিথ্যা কেমনে বল,
    বুঝে আসেনা আমার হৃদে।
শেষ বিচারের দ্বার কি হবিনা-
     মৃত্যুর পড়ে যেদিন,
সেদিন যে তুই আল্লাহর কাছে-
     হবি মস্তবড় বে-দ্বিন।