কত মধুর লাগে তোকে বৃষ্টি ভেজা আষাঢ়ে-
এলোমেলো কেশে একা জানালায়
দাঁড়িয়ে থাকতে,
ওখানে আলত করে কেশ বিদ্যুতের
হাওয়ায় উড়াচ্ছো
তোর একা থাকাটা মনকে ছুঁয়ে যায়
বারে বারে।

আয়নার সম্মুখে তোর মধুমাখা হাসি-
আমার হৃদয়ের সব ভালবাসা কেড় নিয়েছো,
তোকে ভাবতে ভাল লাগে মেঘলা রোদে
মেঘমালার জল্কালির নীলাম্বরী আঁচলে।

মন চায় সতত জানালায় দাঁড়িয়ে থাকা-
অপরাহ্নের লালিমার আলোতে তোর মুখোচ্ছবি দেখি,
কথা দাও তুমি ওখানে রোজ আসবে তো
না আমাকে ধোকা দিয়ে বোকার স্বর্গবসাবে।

সোনা তোর হাসি মুখটা একবার দর্শিলে-
সারা বেলা কেটে যায় মধুরতায়,
কথা দাও তুমি জানালায় নির্দিষ্ট সময়
আসবে তো,সোনা আসতে ভুল না তুমি।