স্বপ্ন আমার হারিয়ে গেছে
      তাংঃ- ২৯/০৫/১৮

বয়স যখন ছিল পনের ষোল-
    তখন মনের মাঝে স্বপ্ন বুনেছিলাম,
প্রতিদিন কত নতুন স্বপ্ন
    মনে মনে কল্পনায় এঁটেছিলাম।

শুধু একটি স্বপ্নের ফল পেকেছে-
     সুন্দরী নারী করেছি বিয়ে,
আশা ছিল একই সাথে দেখিব
      নারীত্ব রুপে, মায় আর ঝিয়ে।

স্বপ্নের মাঝে কত যে আশা-
    অন্তরে হাসি ভরা ছিল মুখ,
সবই আমার ভেস্তে গেল
    বিনিময়ে পাই ছিনু কত দুঃখ।

কত যে স্বপ্ন দেখেছিলাম-
     বাস্তবে রুপদান করিব  বলে,
মৃত্যুর চিন্তায় মগ্ন থাকিয়া
      সব বিফলেই ফলে গেলে।

স্বপ্ন ফলার দিন কি কখনো-
     রঙিন হয়ে আসবে জীবনে,
দাড়ী চুল যে পেকে গিয়েছে
    শুধুই অলৌকিক স্বপ্নহীনে।