সুখ পাখীটা কোথায় গেলি-
      আমার পিঞ্জর ছিঁড়ে,
ঘুরে ঘুরে তোকে খুজে বেড়াই-
      পাইনি লোকের ভীরে।
তোর মনে যে এত দোষ ছিল-
     জানিতাম যদি আগে,
বেঁধে রাখিতাম সোনার খাঁচায়,
    যেতে দিতাম না তোকে।
তুই যে আমারে ফাকি দিবি-
      দয়া নেই তোর মনে,
এত নিষ্ঠুর হইলি যে কেমনে,
       অবুঝ মনের শানে।
তোর লাগিয় ঘুরিয়া ফিরিছি-
     দেশ বিদেশে পাগল পাড়া হইয়া,
পথে ঘাটে পাগলামি দেখিয়া,
    ব্যঙ্গবিদ্রোপ করিত হাসিয়া হাসিয়া।
অপছন্দ হল আমাকে কেন?
     জগতে এত লোক থাকিতে,
ভালবাসিয়া পছন্দের ঘর বাঁধিয়া,
     পার তুমি দূরে থাকিতে।
ছন্ন ছাড়া জীবন আমার-
     শুধু সুখ তোরই জন্য,
শেষ বেলাতে একটু সুখ পেলে,
      জীবন হইত কত ধন্য।