সমাজ চিনো না(২১১০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৪-২০২৩
======================
বে-আক্কেল বেটা সমাজ চিনো না
তুমি কোন ধরনের মানুষ?
সামাজিকতা সম্পর্কে ধারণা নাই
সমাজ নিয়া কর ফানুস।


বড় বড় তালের মতন কথা বললে
কি সমাজ মাদবর  বলে?
ফাঁকা-ওয়াজ আর কত ছাড়বেন?
ভাবুন সব যাইবে বিফলে।


ভাবের আদান প্রদানে সু-সম্পর্ক
স্থাপনে ঘটে যার বুদ্ধি নাই,
তার সাথে ভাবের কথা বলতে
আমি যে লজ্জা শরম পাই।


নিজেকে যে বড় ও জ্ঞানী বলছে
সে আসলেই যে বড় নয়,
বড় হতে হলে সমাজিক কর্মতে
অংশ গ্রহনে থাকবেনা ভয়।


যার লজ্জা নাই তার ঈমান নাই
এটা হাদিসে বর্ননা করেন,
হাদিস মানেন না যে সে কেমন
মুসলমান হিসেবে ধরেন।