শিক্ষকের সম্মান দিন (২১৩৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৫-২০২৩ ইং
====================
শিক্ষকতা একটি মহান পেশা
তারা হলেন সুদক্ষ কারিগর,
শিক্ষক হলেন জ্ঞানের মশাল
যতসব  বৈষম্য এদের উপর।


শিক্ষকের মর্যাদা সবার উপরে
এই কথা ভাবেন কয়জনা,
শিক্ষক হলেন বৈষম্যর বোজা
তারা পাচ্ছেন শুধু লাঞ্চনা।


বেসরকারি শিক্ষকের বেতনাদি
সঃ পিয়নের চেয়ে কমতি,
তার পরও মানুষের কাছে শুনছে
হাসি ঠাট্টার কিছু পঙক্তি।


শিক্ষা জাতীর মেরুদণ্ড মুখেতে
বলছে মানুষ গড়ার কারিগর,
এই শিক্ষকদের সম্মান না দিলে
শিক্ষা ব্যবস্থা হবে যে নড়বড়।


সরকার  শিক্ষকের সম্মান দিলে
শিক্ষার মান সম্মান বাড়বে,
আদর্শ সমাজ দেশ জাতি গঠনে
শিক্ষক অভুত অবদান রাখবে।