সে কালের কর্ম (২১০১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৪-২০২৩
================
করাত দিয়ে গাছ চেরাই
দেখছি কত আগে?
ছবি দেখে আগের কথা
মনে আমার জাগে।


লেহাজ চাচার পেশা ছিল
গাছ চেরাই করা,
ওই পেশাতে সংসার চালাত
যুগের ছিলো সেরা।


ভালো করাত টান্তে পারত
মোগো চাচা আব্দুল খা,
বিড়ি খাইয়ে যা দিতো তারে
হাসি মুখে নিতো তা।


লেহাজ ও নেই আব্দুল নেই
আছে যত ছোয়ামিল,
সিএফটি মাপে গাছ কাটে
করাতে দিছে নাকি খিল।


কাটার কালে ফ্যাছর ফ্যাছর
করাতে শব্দ করিত,
গাঁয়ের লোকে ধরা ধরি করে
গাছ ধাইরে উঠাতো