শাওমের আদব (২০৮৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৩-২০২৩
========================
ওহে মুসলিম----
রোজা যে আল্লাহর হুকুম তোমরা সবাই জানো
রোজার দিনের কর্মগুলো মন দিয়ে সব মানো।
যথা সময়ে সেহরি খাও,জোগাও রোজার শক্তি
যথা নিয়মে রোজা রাখিলে মিলবে তোমার মুক্তি।
বন্ধু,সেহরি আর ইফতারিতে রোজার ফরজ দুটি
অন্য সকল বিধিনিষেধ যেন মানতে না হয় ত্রুটি।
পাঁচ ওয়াক্ত সালাত পড় আল্লাহর হুকুম মেনে
খারাপি থেকে দূরে থাকবে হুকুমগুলো জেনে।
গ্যাসের বরাত দিয়ে তোমরা রোজা হতে দূরে রও
দিনের বেলা রোজাদারদের দেখিয়ে ইচ্ছেমত খাও।
রেস্টুরেন্টে পর্দার ভিতরে লুকিয়ে খাও আর বল
রাস্তাঘাটে সিগারেট ফুকিয়ে বেহায়ার মত চলো।
কেহ বলো খাদ্যে সমস্যা নেই,না খেয়ে কেনে থাকবো
দিনের বেলা বাদুরের মত না খেয়ে রোজা রাখবো।
বহুলোক ষাটের উর্ধ্বে দাড়িপাকা  রোজা রাখে না
দিনে রোজাদারদের দেখিয়ে পানাহার ছাড়েন না।
বহু সুস্থ্য মানুষ অজুহাত দেখিয়ে রোজা ছেড়ে দেয়
আল্লাহ তাদের ক্ষমা করবে না ওই অজুহাতের উপায়।
বন্ধু,সংযমি হও সংযোম করো রোজায় দিনের বেলা
হাত,পা,চোখ-মুখকে বিরত রেখো অহেতুক কিছু বলা।
কোরআন পড়,তাসবিহ পড় নেকেরপাল্লা ভারী হবে
মুসলমান হয়ে খারাপি থেকে তুমি সতত দূরে রবে।